প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না অভিনেত্রী পার্ণো মিত্র!

Spread the love

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এদিকে, রাজ্যে সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হলেও ভোট দিতে পারেননি টলিউড অভিনেত্রী পার্ণো মিত্র।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভোট দিতে পারেননি বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্র।

সোমবার করোনা আক্রান্ত হওয়ার খবরটি সামাজিক মাধ্যম টুইটারে জানিয়েছেন পার্ণো।
তিনি লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। অসুস্থ হলেও তাড়াতাড়ি সেরে উঠছি। তবে খারাপ লাগছে আমার ভোটটি দিতে পারছি না। গত সাত দিনে আমার কাছাকাছি যারা এসেছেন প্রত্যেককে কোয়ারেন্টিনে যাওয়ার এবং করোনা পরীক্ষা করার অনুরোধ করছি।’

নির্বাচনী প্রচারে সামিল হয়ে পার্ণোর মতোই করোনা আক্রান্ত একাধিক টলিউড তারকা, রাজনৈতিক প্রার্থী। স্বামী রাজ চক্রবর্তীর প্রচারে যোগ দিয়ে করোনায় আক্রান্ত শুভশ্রী গাঙ্গুলী।

অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে। এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয় ৫৭ জনের।