অভিষেকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড শরিফুলের

Spread the love

নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে বাংলাদেশ দলে দু’জনের অভিষেক হয়। এতে একজন সব পেলেন। আরেকজন ফিরলেন খালি হাতে। করলেন অনাকাঙ্ক্ষিত রেকর্ড। পেলেন অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের তকমা।

শরিফুল ৪ ওভারে দিয়েছেন ৫০ রান। প্রতি ওভারেই হজম করেছেন বাউন্ডারি। বাঁহাতি পেসারের অভিষেক কাটাল একেবারেই বিবর্ণ। বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি এখন তার দখলে।

২০০৯ সালে রুবেল হোসেন ভারতের বিপক্ষে অভিষেকে ৪ ওভারে ৪৯ রান দিয়েছিলেন। ২০১৮ সালে আবু জায়েদ রাহী শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৪৫ রান। ২০১২ সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৪৪ রান।
অন্যদিকে, বল হাতে দিনের শুরুটা দুর্দান্ত ছিল নাসুম আহমেদের। নতুন বলে প্রথম ৪ বল ডটের পর পঞ্চম বলে এক রান। ষষ্ঠ বলে তার শিকার ফিন অ্যালেন। এরপর আক্রমণাত্মক ব্যাটসম্যান মার্টিন গাপটিলকেও সাজঘরের পথ দেখান নাসুম।

নিজের শেষ ওভারে ডেভন কনওয়ের উইকেটও পেয়ে যেতে পারতেন। সীমানায় শরিফুলের চৌকস ফিল্ডিংয়ে অভিষেকে তৃতীয় উইকেট পেয়েও যেতে পারতেন নাসুম। পাননি। তবে ৪ ওভারে ৩০ রানে উইকেট নিয়ে অভিষেক রাঙিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.