ভুল ও মিথ্যাচার ধরিয়ে দিল ইরান

Spread the love

ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন যে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে তার মিথ্যাচার ও বিকৃতিগুলো ধরিয়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে একটি বিস্তারিত চিঠি লিখে এসব ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়া হয়েছে।

ইরানের মানবাধিকার বিষয়ক বিচার বিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান আলী বাকেরি-কানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও মানবাধিকার পরিষদের হাই কমিশনার মিশেল ব্যাচলেটের কাছে ওই চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে জাতিসংঘের কথিত বিশেষ প্রতিবেদক জাভিদ রেহমান ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছেন সেগুলোর ‘অস্পষ্ট অভিযোগ ও দাবিগুলো’ স্পষ্ট করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ওই প্রতিবেদক তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দাঁড় কারিয়েছেন এবং প্রমাণবিহীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার অন্যতম অভিযোগ হচ্ছে, ইরানে নারীদের সঙ্গে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে আচরণ করা হয় এবং দেশটি কোভিড-১৯ মোকাবিলায় অদক্ষতার পরিচয় দিয়েছে। বাকেরি-কানির চিঠিতে এসব অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.